প্রিয় ডায়েরি,
কিছু ভালোবাসার অন্ত কখনো মধুর হয় না। এমন ভালোবাসায় থাকে তো কেবল অপেক্ষা। তাকে পেয়েও না পাওয়ার যন্ত্রণা। আমাদের গল্পটা এমনই। আমি তার গল্পের অপ্রয়োজনীয় এক চরিত্র অথচ আমার সম্পূর্ণ গল্প জুড়ে কেবল সে। তার গানের সুরে আমার হৃদয় দোলে অথচ অন্যকারো হাসিতে তার মন জুড়ে। এ কোন মায়া নগরীতে হারিয়ে গেলাম আমি? আমি তো এই জন্মে কেবল তাকে ভালোবাসতে চেয়েছিলাম। হয়তো এই ভালোবাসাটাই অপরাধ আমার। আর এই ভালোবাসাই আমার দণ্ড। ভালোবাসায় এই মন তার নামে লিখে বিসর্জন করলাম আমি নিজেকে। আচ্ছা, যারা হৃদয় থেকে ভালোবাসে তারাই কী দুঃখবিলাসে হারায়? এত বেদনা সহ্য করেও কেন আজও এই মন কেবল তাকেই ভালোবাসে? ও’গো শুনো, তোমার ভালোবাসায় আমি কেবল দুঃখে পুড়েছি তবুও তোমার ভালোবাসার বিসর্জন দেবার ক্ষমতা আমার নেই।
~তোমার মধুমিতা