স্মৃতির শহর ঝালকাঠি
ধান নদী খাল এই তিনে বরিশাল, সেই বরিশাল পেরিয়ে একটু পশ্চিমে এলেই সুগন্ধা নদী তীরের শহর ঝালকাঠি। সেই ঝালকাঠি নিয়ে আছে আমার সামান্য স্মৃতি। সেই স্মৃতিতে ভর করে ভাসিয়ে দিলাম স্মৃতির শহর ঝালকাঠির নৌকাখানা আমার মনের গহীন গাঙে।
একসময় যার বানান ছিল ঝালকাঠী। অবিভক্ত ভারতবর্ষ তথা বাংলার দ্বিতীয় কলিকাতা অধুনা (কলকাতা) বলে ঝালকাঠিকে অভিহিত করা হতো। তারও আগে নদীবিধৌত প্রাচীন ও সমৃদ্ধ এই ছোট্ট বন্দরটি চন্দ্রদ্বীপ বলে খ্যাত বর্তমান বরিশালের অংশ ছিল।
ঝালকাঠির আছে কিছু অমূল্য সম্পদ। আছে জীবনানন্দের ধানসিঁড়ি , কবি কামিনী রায়ের পৈত্রিক ভিটা, ঝালকাঠি জেলার অন্তর্গত রাজাপুর থানার সাতুরিয়া নৈকাঠি গ্রামে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের মাতুলালয়, যেখানে তিঁনি জন্মগ্রহন করেন।