শিশুমন খেলতে খেলতে শিখতে চায়। তাকে কোমলমতি সময়টাতে ভাল মন্দের সাথে ধীরে ধীরে পরিচয় করিয়ে দিতে হয়। সেই আলোকে তাকে বোঝাতে হয়- পৃথিবীতে কেউই ছোট নয়। সবার যোগ্যতা রয়েছে। যোগ্যতার নিরিখে বিচার করতে হবে তার ভাল মন্দ। শিশুকে মানুষ করতে হবে সরল পথে, সহজ অভিব্যক্তির মাধ্যমে। শিশু যোগ্যতর হয়ে উঠবে তখন, যখন সে নিজেকে শ্রেষ্ঠ ভাববে না, ভাববে সবাই শ্রেষ্ঠ, নিজের শ্রেষ্ঠত্ব কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে।