“বিবি হাযেরা (রা.)” বইয়ের ভূমিকার অংশ থেকে নেয়া:
বিবি হাযেরার নাম বিশ্ব মুসলিম নারী সমাজের অক্ষয় গৌরব। রূপ-সুষমায় ও সতীত্ব মহিমায় তিনি উজ্জ্বল। প্রােজ্জ্বল। ত্যাগ ও ধৈর্য্যের মূর্ত প্রতিমা তিনি। সতিনী ঈর্ষার তীব্র অনলে দগ্ধিতা ও স্বামী কর্তৃক বঞ্চিতা -রূপে তাঁর যে করুণ দৃশ্য লিখক এঁকেছেন, তা হৃদয় বিদারী মর্মন্তুদ।