“চারি ইমাম” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
বলার অপেক্ষা রাখে না যে, ইসলাম বিশ্বজনীন ধর্ম, মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান। কিন্তু এ বিধানাবলীর সংক্ষিপ্তাকারের ইঙ্গিতের মূল ভাব উদ্ধার করা সাধারণ ও সীমিত জ্ঞানের অধিকারী মানুষের পক্ষে অসম্ভব ভেবে যারা স্বীয় গরজে এ বিধান সহজবােধ্য করণে সচেষ্ট হয়েছেন, দায়িত্ব নিয়েছেন তাঁরা ইসলামের আকাশে চির ভাস্বর হয়ে আছেন, থাকবেনও। তাদের এ প্রতিষ্ঠিত সমাধান মাযহাব রূপে আদৃত। এ মাযহাব প্রতিষ্ঠায় তারা যে শারীরিক ও মানসিক শ্রম, সাধনা, ত্যাগ-তিতিক্ষা, ধৈর্য ও কষ্ট-সহষ্ণুতার চরম পরাকাষ্ঠা দেখিয়েছেন তা কল্পনা করলেও শিহরিত হতে হয়। অথচ তারা সম্ভব করেছেন, বাস্তব প্রতিফলন ঘটিয়েছেন। তাদের এ শ্রমের স্বীকৃতি স্বরূপ বহু মনীষী মাযহাব সম্পর্কে জানাকে ভাবের আতিশয্যে ফরজ (অবশ্য কর্তব্য) পর্যন্ত বলতে সচেষ্ট হয়েছেন। (যদিও স্বীকৃত নয়) তাঁদের সম্পর্কে জানার আগ্রহ থাকাটা নেহায়েত স্বাভাবিক। ধর্মীয় গ্রন্থের প্রকাশক হিসাবে তাদের সম্পর্কে জনসমক্ষে তুলে ধরা দায়িত্ব মনে করেই “চারি ইমাম” গ্রন্থখানা প্রকাশে ব্রতী হয়েছি।