“ইলহাম ও অন্যান্য কবিতা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
চেনা বাঁকে চলা মানুষের সংখ্যা সমধিক। জীবন ও সময়ের বাতাবরণ কখনো কখনো সময়কে ধারণ করে উদ্বেলিত হয়ে ওঠে, উচ্ছসিত হয় জীবনের আনন্দে সংকটে অবসন্ন হৃদয়ের নিঃসঙ্গতার দায় ও দায়বার একক। নৈঃশব্দ্যের আহ্বানে সঠিক ও সহজ পথটা নির্দেশিত হয়ে যায়। যা অনুভূত হয় তা থেকে যায় কাগজে। অনুভূতির অনুরণন স্ফূরিত শব্দমালার সন্নিহিত সন্নিবেশ ‘ইলহাম ও অন্যান্য কবিতা’ দীক্ষিত ও মনোযোগী পাঠকের আশ্রয়-প্রশ্রয়ে অনুভূতি ও আবেগের পূর্ণতার নিরসন ঘটে নিঃসন্দেহে।