গতানুগতিক উপন্যাসের চেয়ে ভিন্ন প্লটে লেখা এই উপন্যাসের প্রধান চরিত্র ধনী পরিবারের আসমা। সুন্দরী, মেধাবী, ধনী পরিবারের একমাত্র মেয়ে হয়েও তার জীবনে আছে এমন এক জটিলতা যাতে জড়িয়ে আছে তার জীবনে একমাত্র ভালবাসার মানুষ সাইফ এবং তার এক শিক্ষক। এই জটিলতাকে আরো জটিল করে তুলেছে তার মা। এই জটিলতার কষ্ট থেকে বেড়িয়ে আসতেই আসমা সিদ্ধান্ত নেয় সুইসাইড করার। কিন্তু সুইসাইড করার আগে নিজের কষ্ট থেকে মুক্ত হবার জন্য ঠিক করে এই কাহিনী সবাইকে জানিয়ে যাবে। কী সেই কাহিনী, কেন এত জটিলতা তার জীবনে , শেষ পর্যন্ত কি সত্যিই আসমা সুইসাইড করে, সব জটিলতার জাল ছিঁড়ে কি আসমা পারে আবার স্বাভাবিক জীবন শুরু করতে সাইফের সাথে- টুইস্টে ভরা সব প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় পড়তে হবে উপন্যাসের শেষ পর্যন্ত।