সংশয়কাল পার করছেন গণমাধ্যম কর্মীরা। সংশয়-কার জন্য, কার হয়ে কাজ করছেন তারা? পাঠক, শ্রোতা, দর্শকের কাছে যে খবরটি তুলে ধরছেন সেই খবরটি কতোটা শুদ্ধ, সেখানে কারো স্বার্থের মিশ্রণ নেই, যদি থাকে তাহলে সেই স্বার্থটি কার? পাঠক, শ্রোতা, দর্শকের,নাকি যে কর্পোরেট প্রতিষ্ঠানের অধীনে কাজ করছে তার বা কোন রাজনৈতিক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের কুশীলব হচ্ছেন তিনি? গণমাধ্যম কর্মীরা উত্তর খুঁজে বেড়ান। উত্তর কি আসে, যে উত্তর আসে তাও পীড়ন বাড়ায়। মালিকের ইচ্ছায় নৈতিকতা থেকে যে পিছলে পড়া, সেই দায়টাও তো নিতে হয় গণমাধ্যম কর্মীকে। আর ভুল কে যে করায় আর কে যে শেখায়, তা নিয়েও অতল সংশয়। সত্যিই তো গণমাধ্যম কর্মীরা কার মাধ্যম হয়ে কাজ করছে?