“নিউজ প্রেজেন্টার” বইটির সম্পর্কে কিছু কথা:
মানুষ তার স্বপ্নের কাছে পৌছতে চায়। কিন্তু স্বপ্নের কাছে পৌঁছতে যে সামর্থ্য থাকা দরকার, সেটা নিজের আছে কিনা? তা যাচাইয়ের ফুরসত নেই তার। স্বপ্নের কাছে পৌঁছানাের শতভাগের দাবিদার হয়ে উঠে সে। কিন্তু স্বপ্ন যে সকল স্বপ্নবানের কাছে ধরা দেয় না, যােগ্য দেখে সে পক্ষ নেয়, এই সত্য তাকে বুঝায় কে? আসলে স্বপ্নে বিভাের মানুষগুলাে যেনাে চোখ বুজেই দৌড়তে থাকে স্বপ্নের দিকে। নিউজ প্রেজেন্টার। হবার স্বপ্ন চোখে নিয়ে যারা ছুটছেন, তাদের। প্রসঙ্গে বলা যায় একই কথা। নিজের কতটা যােগ্যতা আছে নিউজ প্রেজেন্টার হবার জন্য, সেটা পরখ না করেই তারা ঝাপ দেন নিউজ। প্রেজেন্টার হতে। ফলাফল—শতভাগ ব্যর্থতা ।। কিংবা প্রতারণার ফাঁদে পড়া। মিডিয়া স্ফীতির এই সময়ে ক্রেজ—নিউজ প্রেজেন্টার হওয়া। ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহবধু—সবার বায়না এই। একটাই। তাদের এই বায়না পূরণে নিশ্চয়তা নেই। কোথাও। আবার বায়না পূরণের যােগ্য করে তুলতেও নেই কোন বিশ্বস্ত প্রতিষ্ঠান। নিউজ প্রেজেন্টার’ গ্রন্থে আগ্রহীরা হয়তাে নিজেদের তৈরি করার কিছু টিপস’ পাবেন।