ঘরোয়া গণমাধ্যম আত্ম অহমিকার দেয়াল তুলে দিয়েছে নিজের চারপাশে। সেই দেয়াল কাচের তৈরি। কাচ থাকলেও সেখানে নেই কোনো আয়না। যে আয়নায় পড়বে নিজের প্রতিবিম্ব। নিজেকে দেখার আয়না নেই বলেই গণমাধ্যমে আত্মসমালোচনা নিষিদ্ধ। জগতের সকলের বিরুদ্ধে কলম-ক্যামেরা তাক করা চলবে কিন্তু একই ঘটনা যে নিজেদের অন্দরেও ঘটে চলেছে, তা নিয়ে আওয়াজ তোলা বারণ। কিন্তু বারণ হলে কী হবে, অনিয়মের দীর্ঘশ্বাসের বাষ্প জমে কাচের দেয়ালে। বিচূর্ণ হয় অহমিকা। তারপরও একের পর এক কাচের দেয়াল উঠে। মাঝে মাঝে সেই দেয়ালেও প্রতিবিম্ব’র ছায়া পড়ে। ‘মিডিয়ার পোস্টমর্টেম’কে সেই ছায়ার প্রচ্ছায়া বলা যেতে পারে।