“তোমাকে অভিবাদন, প্রিয়তমা” বই নিয়ে কিছু কথা:
বাংলা সাহিত্যের বিরলপ্রজ কবি হলেন শহীদ কাদরী। পঞ্চাশ-উত্তর বাংলাদেশের কবিতায় তিনি সৃষ্টি করেছেন জীবনবোধের বহুমাত্রিক উপলব্ধি। যাকে কেন্দ্র করে বাংলা কবিতা পেয়েছে নতুন গতি। আধুনিক বোধের জন্ম দিয়েছেন তিনি। নাগরিক যন্ত্রণাকে বুকে নিয়ে হেঁটে বেড়িয়েছেন কবিতার মানচিত্রে। অল্প সংখ্যক কবিতা লিখে তিনি যে ইতিহাস তৈরি করেছেন তা সত্যিই বিরল প্রতিভার প্রমাণ রাখে।
‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কাব্যগ্রন্থের এই নাম শিরোনাম কবিতাটি তার একটি অমর সৃষ্টি প্রজ্ঞা। প্রেমিক-প্রেমিকার সংলাপে তিনি তার রাজনৈতিক চিন্তা-চেতনার এক সুদূরপ্রসারী দৃষ্টিকোণের আলোকপাত করেছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী দেশকে তিনি তার চিরচেনা প্রিয়তমা ভেবে তার পাশে শক্তভাবে দাঁড়িয়েছেন। সব ভয়-ভীতিকে সে জয় করে একটি সাহসী দেশ গড়ে তোলার আকুল আহ্বান জানিয়েছেন।