দর্শনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন গ্রিক দার্শনিকের একজন অ্যারিস্টটল। তাঁর দর্শন সম্পর্কে বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের অভিমত ও মূল্যায়নের গুরুত্ব নিয়ে কোনাে বিতর্কের অবকাশ নেই। রাসেল তার বিখ্যাত ‘হিস্টরি অব ওয়েস্টার্ন ফিলােসফি’ গ্রন্থে পাঁচটি আলাদা আলাদা প্রবন্ধে অ্যারিস্টটলের দার্শনিক, রাজনৈতিক, নৈতিক চিন্তাভাবনার পর্যালােচনা ও মূল্যায়ন করেছেন সহজ সাবলীল ও প্রাঞ্জল ভাষায়। বর্তমান গ্রন্থটি রাসেলের সেই পাঁচটি প্রবন্ধের অনুবাদ। বাংলা ভাষাভাষী দর্শনের ছাত্র, শিক্ষক এবং সাধারণ দর্শন অনুরাগীদের জন্য অনূদিত প্রবন্ধগুলি অ্যারিস্টটলকে বােঝার ক্ষেত্রে সহায়ক হবে। অ্যারিস্টটল তার যুগে তার দেশের ও সমাজের বুদ্ধিবৃত্তিক জীবনে যে-কাজ করে গেছেন, গত প্রায় আড়াই হাজার বছর ধরে সমগ্র পৃথিবীর মননশীলতায়, নৈতিকতায়, ধর্মচিন্তায়, বিজ্ঞানচর্চায় এবং রাজনৈতিক কর্মকাণ্ডে তার প্রবল প্রভাব পড়েছে। তবে বাংলা ভাষায় সেসব আলােচনার অল্পই পাওয়া যায়। অ্যারিস্টটল সম্বন্ধে বাট্রান্ড রাসেলের আলােচনার বঙ্গানুবাদ বাংলা ভাষায় দর্শনে এক জরুরি ও মূল্যবান সংযােজন। এতে অ্যারিস্টটলকে বিচার করার সুযােগ সৃষ্টি হল, শুধু তাই নয়, বাংলায় দর্শনালােচনার জগতের দৈন্যের অন্তত কিছুটা দূরও হল। বার্ট্রান্ড রাসেলের ইংরেজি গদ্যের অসাধারণ প্রাঞ্জলতা, আলােচনার সুখপাঠ্য ও সহজবােধ্যতা বাংলায় অটুট রাখার দুঃসাধ্য কাজটি সম্পাদিত হয়েছে অনুবাদকের হাতে। অ্যারিস্টটলের অধিবিদ্যা, লজিক, নীতিশাস্ত্র, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ইত্যাদি নানা কঠিন ও জটিল বিষয় রাসেল যেভাষায় পণ্ডিত-অপণ্ডিত নির্বিশেষে সকল সাধারণ জ্ঞানানুরাগীর সামনে সহজভাবে উপস্থাপন করেছেন তার এই বাংলা ভাষ্য বাংলা ভাষার অন্তর্নিহিত শক্তিমত্তার একক অনন্য দৃষ্টান্ত।