দশটি উপন্যাস

৳ 250.00

লেখক শ্যামল গঙ্গোপাধ্যায়
প্রকাশক দে’জ পাবলিশিং (ভারত)
আইএসবিএন
(ISBN)
9788129507617
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৫৬৮
সংস্কার 1st Published, 2008
দেশ ভারত

বাংলা সাহিত্যে কথাসাহিত্যিক। শ্যামল গঙ্গোপাধ্যায় কোনও ভূমিকার অপেক্ষা রাখেন না। বিশেষত গদ্যসাহিত্যে তার। আসন এখন স্ব-প্রতিভায় দীপ্যমান। যে দশটি উপন্যাস এই সংগ্রহে সংকলিত হল, তা অনেকদিন হয় অমুদ্রিত, নয়তাে দুষ্প্রাপ্য অথবা অন্য কোনও গ্রন্থে স্বল্প প্রচারে ছিল। এই কে উপন্যাস-সমূহ সম্পর্কে পাঠকের উৎসাহ এবং সপ্রশংস অনুসন্ধান আগ্রহ জাগায়। দুই মলাটে আবদ্ধ করে পাঠকের সামনে উপস্থিত করতে পেরে আমরা দীর্ঘ-প্রতীক্ষিত একটি মহৎ। কাজ করতে পেরেছি বলে বােধ করছি। « কোনও কালানুক্রম হয়তাে নেই,
এ-জাতীয় সংকলনে তা মান্য করারও তেমন বিধি নেই, তবু । একটি দীর্ঘ সময় এই খণ্ডে ধরার চেষ্টা আছে। ধরা | পড়ে যাবে পাঠকের কাছে লেখকের বিষয় নির্বাচন থেকে শুরু করে বলার ধরন অথবা শব্দবিন্যাস । থেকে চরিত্র নির্মাণের বিবর্তন। যেমন এই সংকলনের। প্রথম উপন্যাস অনিলের পতল প্রথম প্রকাশিত। হয় ১৯৬৩ সালে এবং অষ্টম সংকলিত উপন্যাস। “শেষ বিকেলের আলাের প্রকাশকাল ১৯৯৯। দীর্ঘ ছত্রিশ বছরের পরিক্রমা। যাঁরা পূর্বপাঠক তাঁদের। কাছে যেমন পুনরায় পাঠের আরেক অভিজ্ঞতা বা । বিশ্লেষণ সম্ভব হবে, তেমনই যাঁরা নতুন পাঠকর্তারা। আবিষ্কার করতে পারবেন ছত্রিশ বছরের ব্যাপ্তিতে। সংকলিত এই মাত্র দশটি উপন্যাসের মধ্য দিয়েই। শ্যামল গঙ্গোপাধ্যায় নামের বিরল প্রতিভার এই লেখককে।

Shyamal Gangopadhyay (২৫ মার্চ, ১৯৩৩ - ২৩ সেপ্টেম্বর, ২০০১) একজন ভারতীয় বাঙালি লেখক ও সম্পাদক ছিলেন। ছদ্মনাম- বৈকুন্ঠ পাঠক। সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়ের জন্ম অবিভক্ত ভারতের খুলনা্তে(অধুনা বাংলাদেশ)। তার পিতার নাম মতিলাল ও মাতা কিরনবালা। খুলনা জিলা স্কুলে তার প্রাথমিক শিক্ষা। দেশভাগের পর ১৯৪৭ সালে তার পরিবার কলকাতায় চলে আসে। শ্যামল গঙ্গোপাধ্যায় ছাত্রাবস্থায় রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়েন এবং বেলুড়ে ইস্পাত কারখানার কাজে যোগ দেন। শেষ পর্যন্ত ১৯৫৬ সালে স্নাতক পাশ করে চেতলায় শিক্ষকতার চাকরিও করেন কিছুকাল। শ্যামল গঙ্গোপাধ্যায় প্রথম জীবনে আনন্দবাজার পত্রিকায় কর্মরত ছিলেন, ১৯৬১ সালে আনন্দবাজারে যোগ দেওয়ার পর তার ছোটগল্প হাজরা নস্করের যাত্রাসঙ্গী, ধানকেউটে ইত্যাদি প্রকাশিত হয়। তার প্রথম উপন্যাস বৃহন্নলা, কিন্তু দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে কুবেরের বিষয় আশয় প্রকাশিত হওয়ার পরেই শ্যামলের লেখনী বাংলা পাঠকমহলে সমাদৃত হয়। ব্যক্তিজীবনে বোহেমিয়ান, সুরসিক ও আড্ডাবাজ ছিলেন তিনি। আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর অন্যতম কর্তা সন্তোষকুমার ঘোষের সাথে তার মনোমালিন্য হওয়ায় তিনি যুগান্তরে যোগ দেন। যুগান্তরের সাহিত্য পত্রিকা অমৃত সম্পাদনা করতেন। দেশভাগের ওপর রচিত তার উপন্যাস আলো নেই। তার শেষ উপন্যাস হল গঙ্গা একটি নদীর নাম। ১৯৯০ সালে অবসরের পরে আজকাল পত্রিকা ও সাপ্তাহিক বর্তমানে নিয়মিত লিখতেন তিনি। গ্রামীন জীবন, চাষবাস, সম্পর্কের জটিলতা ইত্যাদি শ্যামলের রচনার বৈশিষ্ট্য। ছোটদের জন্যে সাধু কালাচাদের গল্প, ভাস্কো ডা গামার ভাইপো, ক্লাস সেভেনের মিস্টার ব্লেক ইত্যাদি বই লিখেছেন। ১৯৯৩ সালে শ্যামল সাহিত্য আকাদেমি পুরস্কারে সম্মানিত হন তার বিখ্যাত উপন্যাস শাহজাদা দারাশিকোহ বইটির জন্যে। তার সম্পাদিত গ্রন্থ বাংলা নামে দেশ। শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা দেশ বিদেশের নানা ভাষাতে অনূদিত ও প্রকাশিত হয়েছে।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ