বাংলা সাহিত্যে কথাসাহিত্যিক। শ্যামল গঙ্গোপাধ্যায় কোনও ভূমিকার অপেক্ষা রাখেন না। বিশেষত গদ্যসাহিত্যে তার। আসন এখন স্ব-প্রতিভায় দীপ্যমান। যে দশটি উপন্যাস এই সংগ্রহে সংকলিত হল, তা অনেকদিন হয় অমুদ্রিত, নয়তাে দুষ্প্রাপ্য অথবা অন্য কোনও গ্রন্থে স্বল্প প্রচারে ছিল। এই কে উপন্যাস-সমূহ সম্পর্কে পাঠকের উৎসাহ এবং সপ্রশংস অনুসন্ধান আগ্রহ জাগায়। দুই মলাটে আবদ্ধ করে পাঠকের সামনে উপস্থিত করতে পেরে আমরা দীর্ঘ-প্রতীক্ষিত একটি মহৎ। কাজ করতে পেরেছি বলে বােধ করছি। « কোনও কালানুক্রম হয়তাে নেই,
এ-জাতীয় সংকলনে তা মান্য করারও তেমন বিধি নেই, তবু । একটি দীর্ঘ সময় এই খণ্ডে ধরার চেষ্টা আছে। ধরা | পড়ে যাবে পাঠকের কাছে লেখকের বিষয় নির্বাচন থেকে শুরু করে বলার ধরন অথবা শব্দবিন্যাস । থেকে চরিত্র নির্মাণের বিবর্তন। যেমন এই সংকলনের। প্রথম উপন্যাস অনিলের পতল প্রথম প্রকাশিত। হয় ১৯৬৩ সালে এবং অষ্টম সংকলিত উপন্যাস। “শেষ বিকেলের আলাের প্রকাশকাল ১৯৯৯। দীর্ঘ ছত্রিশ বছরের পরিক্রমা। যাঁরা পূর্বপাঠক তাঁদের। কাছে যেমন পুনরায় পাঠের আরেক অভিজ্ঞতা বা । বিশ্লেষণ সম্ভব হবে, তেমনই যাঁরা নতুন পাঠকর্তারা। আবিষ্কার করতে পারবেন ছত্রিশ বছরের ব্যাপ্তিতে। সংকলিত এই মাত্র দশটি উপন্যাসের মধ্য দিয়েই। শ্যামল গঙ্গোপাধ্যায় নামের বিরল প্রতিভার এই লেখককে।