গণমাধ্যমের এক বিশাল জায়গা জুড়ে দাপটের সাথে কাজ করছে প্রজন্মের শিশু-কিশোরেরা । প্রতিনিয়তই তারা তাদের প্রতিভার আলো দিয়ে আলোকিত করছে বাংলাদেশের গণমাধ্যম তথা মিডিয়া জগতকে । সারাদেশ থেকে গণমাধ্যমের বিভিন্ন শাখার ৪০ জন প্রতিভাবান শিশু-কিশোর এবং তরুণ-তরুণীর মিডিয়াতে কাজ করবার অভিজ্ঞতা, অনুভুতি, পাওয়া না পাওয়া সহ, অনেক না বলা কথা দিয়ে সাজানো হয়েছে গণমাধ্যমে শিশু –কিশোরেরা নামের ব্যতিক্রমধর্মী এই বইটি । নওরোজ কিতাবস্থান থেকে প্রকাশিত এই বইটি সম্পাদনা করেছেন একুশে টেলিভিশনের মুক্ত খবরের রিপোর্টার মশিউর রহমান শান্ত । বইটিতে লিখেছেন তরুণ কণ্ঠশিল্পী সাবা, তরুণ লেখক আল নাহিয়ান, পাভেল মুহিতুল আলম, নাফিজ আহসান, মীম নউশিন, নাহিদ আহমেদ,হাসান ভুইয়া প্রেজেন্টার এবং প্রযোজক আহনাফ জান্নাত পূর্ণতা , শিশু সংগঠক আবদুল্লাহ হাসান, এক ঝাক কিশোর সাংবাদিক,অভিনেতা, ও ক্ষুদে চলচিত্রকার তথা এক ঝাক মেধাবী মুখ ।