“পরছায়া” মশিউর রহমান শান্ত এর চতুর্থ বই। মোট ১২ টি ছোট গল্প দিয়ে সাজানো “পরছায়া” মূলত অতিপ্রাকৃত গল্পগ্রন্থ। প্রতীক প্রকাশনা থেকে প্রকাশিত এই বইটি মেলায় পাওয়া যাবে অবসর এবং প্রতীক প্রকাশনার স্টলে। মশিউর রহমান শান্ত বর্তমানে একুশে টেলিভিশনের মুক্ত খবরের রিপোর্টার এবং প্রেজেন্টার এবং একই সাথে এবিসি রেডিওতে আরজে হিসেবে কর্মরত আছেন।