অভিমানের শহর মূলত কার গল্প? একটা কাপলের? নাকি দুটা পরিবারের? নাকি পুরো শহর জুড়ে থাকা মানুষগুলোর? আমাদের জীবনে জন্ম, মৃত্যু, বিয়ে আগে থেকেই লেখা থাকে। আসলেই কি তাই? আর এগুলোর সাথেই বা অভিমানের শহরের সম্পর্ক কোথায়?
অভিমানের শহর মূলত এমন একটি বই যেখানে দেখানো হয়েছে আমরা কেউই ভুল না। আবার কেউ শুদ্ধও না৷ ভালোমন্দের মাঝে থাকা মানুষগুলোর গল্প নিয়ে অভিমানের শহর৷ যে গল্প আপনাকে খানিকটা হাসাবে, কখনো হয়তো কাঁদাবে আবার কখনো হয় তো জীবন নিয়ে ভাবাবে৷
অভিমানের শহর ঘুরে দেখার আমন্ত্রণ রইলো৷ শহরের দরজা সবার জন্যে খোলা…