“কুইক কিডস ভোকাবুলারি বিল্ডারস” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
ছােটবেলার ‘আগডুম বাগডু’ ছড়াটি এখনাে মনে আছে, কিন্তু সেই সময়ে পড়া কোন গদ্য তেমন মনে নেই। ব্রেইনের উপর গবেষণায় দেখা গেছে ছন্দ মনে থাকে ৯০ গুন বেশী। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠাতে রয়েছে ছন্দময় শব্দের গুচ্ছ। এগুলাে খুব সহজে মনে থাকবে। প্রতিটি পাতার উল্টো দিকে সেগুলাে পরীক্ষা করে দেখার রয়েছে। তাই বইটি একসাথে খাতারও কাজ করবে। শিক্ষা আনন্দের সাথেই হবে, বিরক্তির সাথে নয়।