“কুইক ভোকাবুলারী” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
মানুষের ব্রেইন ছন্দ মনে রাখে। ৯০ গুণ বেশী। তাই সবারই আগডুম বাগডুম’ ছড়াটি মনে আছে। তেমনই কবিতা, শ্লোগান, গান খুব দ্রুত মুখস্থ হয়ে যায় এবং অনেক দিন। মনে থাকে । একটু খেয়াল করে দেখা যাবে যে এই ছন্দগুলাে মনে রাখতে তেমন কষ্টও হয়না। কেউ কেউ কোন কোন বিশেষ মুহুর্তে বলে থাকেন যে, আমি তাকে ভুলতেই পারছি। না। আসলেই তাই। এই পদ্ধতিতে শেখা শব্দগুলাে ভুলে যাওয়া যায় না। এটা একটা সৃজনশীল পদ্ধতি । যা আধুনিক ও বিজ্ঞানসম্মত।