“কুইক টেন্স” বইয়ের ফ্ল্যাপের লেখা:
এই পদ্ধতিটি বিজ্ঞানসম্মত ও সর্বাধুনিক। এ পদ্ধতিতে টেনস এর ভয় আর থাকবে না। আমরা অনেকেই বাংলাতে ক্রিয়ার কাল সম্পর্কে জানি না। কিন্তু তাই বলে বাংলা বাক্য তৈরি করা অসম্ভব নয়। তেমনই ইংরেজি বাক্য তৈরি করাও সহজ হয়ে যাবে।