ফ্ল্যাপ এ লেখা কথা:
চিরকাল মানুষ বেহিসেবি ভালোবাসে। কেউ জানেনা এই শুরুর শেষ কোথায়। প্রাপ্তি আর প্রাপ্য ভালোবাসার বেহিসেবি খেলায় মেতেছে, আর সবার মতো ওরাও জানেনা এর শেষ কোথায়। ওরাও বাস্তবতার সাথে পাল্লা দিয়ে জীবনযুদ্ধে নামে, একজন আরেকজনকে পাবার দুর্নিবার আকর্ষণে বাস্তবতার সামনে যেয়ে দাড়ায়।
ওরা ভুলে যায় জীবনের মানে শুধু একে অপরকে পাওয়া নয়, এই জীবনেও ঝড় আসে, তুফান আসে, আকাশ ভেঙে বৃষ্টি ঝরে আবার একই সাথে বেলিফুলও ফোটে। দেখা যাক সৃষ্টিকর্তার অমোঘ নিয়মে ওরা কাছে যেতে পারে কিনা, বেলিফুল সাজানো বাসরে ওদের দেখা হয় কিনা।