“পানিপথের বিজয়” বইয়ের সংক্ষিপ্ত কথা”
পানিপথের প্রথম যুদ্ধ শুরু হয় ১৫২৬ খ্রিস্টাব্দে। এ যুদ্ধে বাবরের বিজয়ে ভারতে তুর্কি আফগান শাসনের অবসান ঘটে। ১৫৫৬ খ্রিস্টাব্দে আকবর ও বৈরাম খান ইস্পাতকঠিন সংকল্প গ্রহণ করে দ্বিতীয় যুদ্ধ করেন। এর ফলে মুঘল আফগান দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটে। আর ১৭৬১ খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধে শক্তিধর মারাঠাদের শােচনীয় পরাজয় ভারতের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা, যাকে ঐতিহাসিকরা উপমহাদেশের ভাগ্য নির্ধারণকারী হিসেবে আখ্যায়িত করেছেন। এ যুদ্ধের অনুকরণীয় যুদ্ধকৌশল, আধুনিক মানের সৈন্যবাহিনী ও গােলন্দাজ বাহিনীর অসাধারণ ক্ষিপ্রতার ফলে শত্রুরা শােচনীয়ভাবে পরাজয় বরণ করে, আর দেশপ্রেমিকদের মাঝে জন্ম নেয় আগুনের তুফান। ফলে মারাঠা ও শিখদের মুসলিমবিরােধী সাম্রাজ্য স্থাপনের আশা দূরাশায় পরিণত হয়। পক্ষান্তরে ইংরেজ দুঃশাসনের জগদ্দল পাথর হতে মুক্তির মাধ্যমে প্রাণ ফিরে পায় লাখাে স্বাধীনতাপ্রিয় মানুষ। পানিপথের সে যুদ্ধজয়ের কাহিনী জানতে পড়ুন নসীম হিজাযীর বিখ্যাত উপন্যাস ‘মােয়াজ্জেম আলী’র শেষাংশ পানিপথের বিজয়…