“রিপোর্টার হবে?” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
প্রশ্ন (?) পলাতক । দেখাে ক্লাস রুমে তুমি শিক্ষককে প্রশ্ন করতে পারছে না। কারণ শিক্ষক তােমার প্রশ্নের সব উত্তর দিতে প্রস্তুত নন। কিংবা তিনি চান না, তিনি যা পড়াচ্ছেন সেই বিষয়ে তুমি কোনাে প্রশ্ন তােলাে। পড়ার বিষয়ের বাইরেও যে তােমার কোনাে বিষয় নিয়ে শিক্ষকের কাছে প্রশ্ন থাকতে পারে, সেই অনুশীলন ক্লাসে নেই। বাড়িতেও ছােট বলে সব বিষয়ে তােমাকে প্রশ্ন করতে দেয়া হয় না। এই বারণগুলাে ছােট থেকেই আমাদের নির্বাক করে তুলেছে। সব কিছুকেই সইয়ে যাওয়া, চোখ বুজে বিশ্বাস করতে শেখানাে হচ্ছে। কিন্তু সুন্দর পরিবার, সমাজ, রাষ্ট্র তৈরি করতে হলে অনেক প্রশ্নের উত্তর জানা প্রয়ােজন। কিছু প্রশ্নের মিমাংসা হবার দরকার। সংশয় নিয়ে, দ্বিধা নিয়ে তােমরা বড় হও, তা কারাে কাম্য হওয়া উচিত নয় । তাই আমাদের সবাইকে প্রশ্ন করার অভ্যাসে ফিরে আসতে হবে। এই ফিরে আসার কাজটি করতে পারে একজন লেখক, সাংবাদিক বা রিপাের্টার। তুমি যেনাে সাহসী প্রশ্নকর্তা উয়ে উঠতে পারাে, সেই জন্যই রিপাের্টার হবে?