হাজার বছরের ভালোবাসা

৳ 260.00

লেখক সালাহউদ্দীন জাহাঙ্গীর
প্রকাশক আনোয়ার লাইব্রেরী
আইএসবিএন
(ISBN)
9789849103004
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ১৪৪
সংস্কার 1st Edition, 2015
দেশ বাংলাদেশ

হাজার বছরের ভালোবাসা” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
ইসলামি গল্প বলতে নবি-রাসুল-সাহাবিতাবেয়ি-পূর্ববর্তী ওলিআল্লাহ কিংবা মুসলিমশাসকদের জীবনী এবং তাঁদের জীবনঘনিষ্ঠ ঘটনার সমাবেশই আমাদের কাছে এখন পর্যন্ত সমাদৃত উপকরণ। এর সীমানা ডিঙিয়ে নতুন উপকরণসমৃদ্ধ গল্পের বাতাবরণ এখনাে বাংলাভাষায় সেভাবে প্রস্ফুটিত হয়নি। চেষ্টা যে হয়নি তা কিন্তু নয়, তবে কলমের ধার বলে একটা কথা আছে। সেই ধারালাে কোনাে কলমে ইসলামিগল্পের নতুন উপকরণ যেমন লালিত হয়নি তেমনি আমাদের গল্পেও ইসলামি উপজীব্যতা প্রার্থিত হয়নি আজ অবধি।
এই গল্প সিরিজে সীমানা ডিঙানাের মতাে দুরূহ কিন্তু প্রয়ােজনীয় কাজটি করা হয়নি ঠিকই, তবে ঐতিহ্যবাহী সেই ধারাকে উপজীব্য করে নতুন একটা আঙ্গিক দেয়া হয়েছে প্রতিটি গল্পে। শব্দের চাতুর্যসিক বাহুল্য নয়, প্রাঞ্জল এবং গতিময় গদ্যে উপস্থাপিত হয়েছে দূরবর্তী ইতিহাসের নাকাড়া। পড়লে মনে হবে, নিকট অতীতে ঘটে যাওয়া কোনাে ঘটনার ধারাবিবরণী।
‘ইতিহাস এটাই শিক্ষা দেয় যে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না’- এ কথা স্রেফ বাতুলতা। ইতিহাস থেকে শিক্ষা নিলে আজকের মানবসম্প্রদায় অক্ষরজ্ঞানসমৃদ্ধ হতাে না; এখন পর্যন্ত তাদের আগুন জ্বালাতে হতাে চকমকি পাথর ঘষে। ইতিহাস থেকে মানুষ শিক্ষা নিয়েছিলাে বলেই ইতিহাস আজো ইতিহাস হয়ে আছে, নয়তাে পৃথিবীর কোনাে ইতিহাসই লেখা হতাে না কোনােদিন।
এ গ্রন্থ সে ইতিহাসেরই স্মরণ দিয়েছে মাত্র। যদি কেউ শিক্ষা নেয়…!

লেখক সালাহউদ্দীন জাহাঙ্গীর এর বাবা মোঃ শওকত হোসেন পেশায় ছিলেন সেনাবাহিনীর সদস্য। শৈশবে তাই সেনানিবাসের লেফট রাইট আর স্যালুট এর শব্দ, কিংবা বিকেলবেলা বাজানো বিউগল এর করুণ সুর শুনতে শুনতেই মনের মাঝে সৈনিক হবার সুপ্ত বাসনা জেগেছিল তাঁর। এদিকে, মা জাহানারা বেগমের ইচ্ছে ছেলেকে হাফেজ বানানোর, যার জন্য রাইফেল-উর্দির স্বপ্নকে ছুটি দিয়ে তাঁকে ভর্তি হতে হয়েছিল হেফজখানায়। ঢাকা জেলার পশ্চিমে ধামরাই থানায় যে হেফজখানায় তিনি ভর্তি হয়েছিলেন, তার নাম বাসনা আমানুল্লাহ ফোরকানিয়া হাফেজিয়া মাদরাসা, যে হেফজখানায় উন্মোচিত হয় তাঁর স্বপ্নের নতুন দুয়ার। হেফজখানায় বড় এক আলমারি ভর্তি ছিল নানা স্বাদের বই, যা সাধারণ ছাত্রদের পড়ার জন্য উন্মুক্ত ছিল। চেতনার বিকাশ ঘটানো বা লেখালেখির প্রথম রসদ যুগিয়েছিল সেই আলমারি। তিনি প্রাথমিক মাদ্রাসা শিক্ষা নিয়েছেন ধামরাইয়ের জামিয়া ইসলামিয়া হাফিজুল উলুম ইসলামপুর থেকে। তারপর ঢাকায় আসেন ২০০২ সালে। মাধ্যমিক স্তর পড়েছেন মিরপুরে, মাদ্রাসায়ে দারুল উলুম এ। ২০০৭ সালে ধামরাইয়ের শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করেন। ২০০৮ সালে দাওরায়ে হাদিস পাস করেন জামেয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ থেকে। তারপর দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ইংরোজিতে অনার্স শেষ করে কর্মজীবনে সাংবাদিকতা এবং সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন কিছুদিন। বর্তমানে লেখালেখির সাথেই জড়িয়ে আছেন পুরদস্তুর। তাঁর আগ্রহের মূলবিন্দু ইতিহাস। ঐশ্বরিক যেকোনো জ্ঞান, মানবিক বিজ্ঞান, লৌকিক-অলৌকিক ধর্ম, আন্তর্জাতিক ধর্মদর্শন এবং ধর্মতত্ত্ব বিষয়েও তাঁর আগ্রহ প্রবল। সেই আগ্রহের বহিঃপ্রকাশ ঘটে সালাহউদ্দীন জাহাঙ্গীর এর বই সমগ্র-তে। ব্যক্তিগত পছন্দের কারণেই তিনি লেখেন মূলত ইতিহাস এবং ধর্মদর্শনের মিশেলে, যা প্রথাগত ধর্মীয় আবহের বাইরে গিয়ে নির্মাণ করেছে নতুন এক ভাষাভঙ্গি। 'প্রিয়তমা', 'মিরাতুল মামালিক : দ্য অ্যাডমিরাল', 'প্রিয় প্রেয়সী নারী', 'সেই হীরা', 'সিংহহৃদয়', 'বদরের বীর', 'ইতিহাসের জানালা', 'হৃদয়ের কথা বলিতে ব্যাকুল', 'সোরাকার মুকুট' ইত্যাদি সালাহউদ্দীন জাহাঙ্গীর এর বই সমূহ, যা বেশ ভালো মাত্রার পাঠকপ্রিয়তা পেয়েছে।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ