“সময় হলো অসময়ে “বইটির শেষের ফ্লাপের কিছু কথা:
এলার্ম বাজলে উঠতে হবে এই শপথ করেই প্রতিরাতে ঘুমাতে যান এবং যথারীতি সকালে এলার্ম মিস করেন। তাই কাসাফাদ্দৌজা। নােমান-এর কাছে সকালে এলার্ম বাজতে থাকার মানে এই নয় যে, সঠিক সময়ে জাগতে হবে। তার কাছে এলার্মের মানে, দেরিটা যেন। আরাে বেশি দেরি না হয়ে যায়। সময় নিয়ে যার এমন লুকোচুরি, সময় তাকে নিয়ে কিছু দিন লুকোচুরি খেলে, কিছু দিন তিনি সময়কে নিয়ে লুকোচুরি খেলেন। তাই হয়তাে