হোটেলে বসেছে নাগরিক ডিনার। অনির্বাণ সবজিতে আবিষ্কার করে পাথর। এক চোট নেয়া যায় ম্যানেজারকে। নিলে হয়তো রুটি ডিনারের মূল্য পরিশোধ করা লাগবে না কিন্তু এমন অবিচ্ছিন্ন একটা জীবনে ছোট্ট এক টুকরো পাথরের হিসাব করে কী লাভ? পাতের পাথর সাইডে রেখে আমরা খাওয়া চালিয়ে যাই, যেভাবে বুকের পাথর সাইডে রেখে প্রতিদিন চালিয়ে যাচ্ছি সবকিছু!