একটা বিশাল দীর্ঘশ্বাস ফেলে রেললাইনের ধারে লাগোয়া একটা চা’র দোকানে চায়ের অর্ডার দেয়। নানা কারণে তার অনেক বিষয় পরের জন্য তোলা আছে। জীবনটাও যদি তুলে রাখা যেতো ভালো হতো। বিধাতার উচিত জীবন তুলে রাখার একটা নিয়ম চালু করা। চা চলে আসে। চায়ে চুমুক দিয়ে তানিমের বিধাতা হতে ইচ্ছা করে। বিধাতা হলে সে মানুষের ভাগ্য নিয়ে খেলতো। পৃথিবীর সবচে’ আনন্দদায়ক খেলা মানুষের ভাগ্য নিয়ে খেলা। একমাত্র বিধাতার হাতেই এই ক্ষমতা আছে। আপাতত তানিমের বিধাতা হতে ইচ্ছা করছে আর ইচ্ছা করছে কারো ভাগ্যকে হাতে টেনে নিয়ে ইচ্ছামতো খেলতে!