“ভাইরাসের পৃথিবী” বইয়ের পিছনের কভারের লেখা:
জনপ্রিয় বিজ্ঞান লেখক কার্ল জিমার এর অ্যা প্রানেট অব ভাইরাসেস বইটির তর্জমা ভাইরাসের পৃথিবী বইটি। ভাইরাস আর ব্যাকটেরিয়া সহ ক্ষুদ্র অনুজীবদের সম্পর্কে মানুষ সচেতন হয়েছে সম্প্রতি। কিন্তু এরাই এই পৃথিবীর প্রাণের বৃহদাংশ। খালি চোখে আমরা দেখতে না পেলেও ভাইরাস আর ব্যাকটেরিয়ার মত অনুজীবদের ভূমিকা ছাড়া প্রাণের কোন কিছুই কল্পনা করা যায় না। দই বানাতে যেমন আমাদের অজান্তেই অনুজীবেরা কাজ করে, তেমনি আছে ইবােলার মত প্রাণঘাতী মহামারী, আমাদের অজান্তেই যারা সভ্যতাকে বহুবার হুমকিগ্রস্ত করেছে। ভাইরাস নিয়ে আমরা এখনাে খুবই কম জানি। সংক্ষিপ্ত অথচ প্রাণবন্ত এই বইটিতে ভাইরাস সম্পর্কে আমরা যেভাবে জানলাম, ভাইরাস প্রকৃতিতে কী ভূমিকা রাখে, অর্থনীতি আর উৎপদানে তার ভূমিকা, ভাইরাসের প্রতিষেধক এর আবিষ্কারের সম্ভাবনা, ভাইরাস প্রতিরােধের উপায়, ভবিষ্যতের মহামারীর ধরন এই সব কিছু নিয়েই সহজ ভাষায় আলােচনা করা হয়েছে।