স্বপ্ন কি সত্যিই ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয়? সভ্যতা হঠাৎ ধ্বংস হয়ে গেলে জীবাশ্ম-জ্বালানি ছাড়া সভ্যতার পুনঃনির্মাণ করা সম্ভব হবে? ইন্দোনেশিয়ার বন-উজাড়ের সাথে নিপাহ ভাইরাস সংক্রমণের সম্পর্ক কী? জিনােম-সম্পাদনার সাম্প্রতিক অগ্রগতি কি মানব-ণের ত্রুটি দূর করতে পারবে? প্রাণের উৎপত্তি পৃথিবীর অজৈব পরিমণ্ডলকে কিভাবে বদলে দিয়েছিল? জীবাণুদের প্রজাতিগত প্রতিযােগিতাও মানুষের অসুস্থতা সৃষ্টি করে? অজস্র সভ্যতার ধ্বংসে ভূমিকা রাখা জলবায়ু পরিবর্তন মােকাবেলা করতে পারবে আধুনিক সমাজগুলাে? জ্যারেড ডায়মন্ড কেন বলছেন, মানুষের ইতিহাসে সবচেয়ে বড় ভুল ছিলাে কৃষিকাজ? প্রাণের সাথে সম্পর্কিত এমনি আরও পনেরােটি আগ্রহ জাগানাে প্রসঙ্গ এসেছে এই বইটিতে।