“সোনার আলপনা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
“ লাতিন এমন এক সংস্কৃতির বাহন হয়ে উঠেছিল যা নানান দিক থেকেই তার পূর্বের যে-কোনাে কিছুর চাইতে শ্ৰেয় ছিল, এবং যা। দুই হাজার বছর পরেও আমাদের। মুগ্ধ করে ।…”
”লাতিন সম্পর্কে জ্ঞান রাখার তিনটি ভালাে কারণ রয়েছে; এই বইয়ে এই তিন ক্ষেত্র সম্পর্কে। কিছুটা কাজের তথ্য পাওয়া যাবে। আপনাদের মধ্যে কেউ হয়তাে। আরাে খানিকটা এগিয়ে গিয়ে ভাষাটি শিখতে অনুপ্রাণিত হবেন। তাতে প্রচুর সময় ও প্রচেষ্টার দরকার, কিন্তু সেটি বেশ ফলদায়ক হতে পারে ” <br “আমি মনে করি না যে লােকে লাতিনে লিখতে শুরু করবে, বা। সে-ভাষায় তর্ক-বিতর্ক করবে; আমি এ-কথাও বিশ্বাস করি না যে প্রাচীন যুগ সম্পর্কে আগ্রহ ও ইউরােপের ইতিহাস হারিয়ে যাবে। বরং সে-কাল সম্পর্কে যারা উৎসাহী তাদেরকে লাতিনও শিখতে হবে। যারা কোনাে ইউরােপীয় ভাষায় কথা বলে, তাদেরকে প্রতিদিন লাতিন ব্যবহার করতে হবে। এভাবেই লাতিন বেঁচে থাকবে।…”