আজকাল মসজিদে চেয়ারে বসে নামায পড়ার বেশ প্রবণতা লক্ষ করা যায়। খোঁজখবর নিয়ে দেখা গেছে, বেশিরভাগ লোকই নামাযে চেয়ার ব্যবহার করেন না জেনে এবং না বুঝেই। অনেকে অন্যের দেখাদেখি কাজটি করছেন। অথচ বিনাওজরে চেযারে বসে নামায পড়লে সেই নামায হবেই না। হাশরের ময়দানে এমন মুসল্লীদের আমলনামা নামায থেতে খালি থাকবে। তবে সঙ্গত ওজরের কারণে চেয়ারে বসে নামায পড়া জায়েয। আসুন, জেনে নিই সেই সঙ্গত কারণের বিস্তারিত বিবরণ