ইমাম আজম আবু হানিফা রাহ. তার বিশিষ্ট ছাত্রদের উদ্দেশ্যে করা অনেক গুরুত্বপূর্ণ নসিহতের সংকলণ বক্ষ্যমাণ গ্রন্থটি। ইমামে আজম আবু হানিফা রাহ. এর নসিহতের মধ্যে আছে, ছাত্রদের জন্য কোন কাজটি করা উচিত আর কোন কাজটি করা উচিত নয়; যা জানা প্রতিটা ছাত্রের জন্য জরুরি।