এখন সময়টা চলছে বদ-দ্বীনদের। বর্তমানে এমন আলেম ও দ্বীনদার পাওয়া যাচ্ছে যাদের আলেম বলা হয় ঠিক কিন্তু তারা তাদের সন্তানদের দুনিয়াবি শিক্ষার জন্য পাঠাচ্ছেন আর নিজেরা আফসোস করে বলেছেন, হায়!হায়! আমরা আলেম হলাম কী করতে? সমাজের েএ জাতীয় রোগগুলোর প্রতিকার তুলে ধরেছেন হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রা.হ- তার দরদি বয়ানে।