“পরকীয়া” বইয়ের ফ্ল্যাপের লেখা:
জীবনের গন্তব্য যখন অনিশ্চিত, তখন মাঝিহীন নৌকার মতাে ভেসে যাওয়া নীতি বাক্যের উচ্চারণ ছাড়া আর কিছুই করার নেই ভুলে গেলে চলবে না অবশেষে জীবন আশ্রয় চায়। যন্ত্রণা-অনিহায় মানুষ এক পর্যায়ে অন্ধকারকে আলাে ভাবতে শুরু করে। আলাের নেশায় নীরবে চলে যায় গন্তব্যে। সেই গন্তব্য জীবন আলােকিত করবে নাকি অন্ধকারের মিছিলে মুখরিত হবে তা কারও জানা থাকে না। তবে এসব ভিন্ন জীবনের চিত্র জানতে পড়তে হবে ‘পরকীয়া’।