“তিন নভোচারী” উমবের্তো একোর জনপ্রিয়তম শিশুতোষ কাহিনী। ‘নিজ’ আর ‘অপর’ এর ফারাক ঘুচিয়ে দেয়া এই গল্পটা আত্মপরিচয়ের রাজনীতি আর অপরিচিতকে ঘৃনার সংস্কৃতির বিরুদ্ধে এক গভীর উপলদ্ধির গল্প। অত বড় দার্শনিক ছিলেন বলেই সরলতম এই গল্প একো লিখতে পেরেছিলেন। পৃথিবীর তিনটি দেশ থেকে তিন প্রতিদ্বন্দ্বী নভোচারী হাজির হলো মঙ্গলগ্রহে। ভাষা ভিন্ন বলে তারা অপছন্দ করতো একে অপরকে। মঙ্গলগ্রহে তারা দেখা পেলো ভয়ঙ্কর দর্শন এক প্রাণির। হুঙ্কার ছাড়লো সে “গর্র্র্ …” তিন পৃথিবীবাসী একজোট হয়ে তার দিকে তাক করল তিন তিনটি পারমানবিক কামান। মোড় ঘুরিয়ে দিল ছোট্ট আর অসহায় এক পাখির ছানা। তারপর? বিদ্বেষ ছাপিয়ে ভালবাসার, অপরকে জানার এক চিরায়ত গল্প “তিন নভোচারী”।