আমির ইউসুফ বিন তাশফিন যাকে মনোনীত করেছেন, তার ধোঁকা খাওয়ার অভ্যাস নেই। তার হস্তযুৃগল ইস্পাতের চেয়েও কঠিন। মুখে নয়, তিনি কথা বলেন তলোয়ারের ভাষায়। তোমাদের ননির পুতুল সিপাইরা তাঁর পথ রোধ করার দুঃসাহস দেখাতে এলে কচুকাটা হবে। তার চলার গতি কালবৈশাখীর চেয়ে তীব্র, ঘুর্ণিঝড়ের মতো উদ্দাম। খুন-খারাবি যদি না চাও, তাহলে আত্মসমর্পণেই তোমাদের মঙ্গল। তা যদি না হয়, শহীদদের প্রতিটি ফোঁটা রক্তের বদলা নেয়া হবে তোমাদের শরীর থেকে শেষ বিন্দু খুন ঝরিয়ে। আর এ রক্তপাতের জন্য তোমরাই দায়ী থাকবে।
এ ছিল আমির ইউসুফ থেকে ক্ষমত বুঝে নিয়ে সিয়ার বিন আবু বকরের পরামর্শে স্পেনের সব শাসকের উদ্দেশে কাজী আবু জাফরের লেখা একটি চিঠির অংশ বিশেষ। তিনি লিখেন- স্পেনের শাসকগণ! তোমাদের পাপের ভারে আল্লাহর সুন্দর পৃথিবী আজ ন্যূজ। এ মাটি আর তোমাদের মতো পাপীদের ভার বহন করতে রাজি নয়।
এখন তোমাদের হিসাব দেয়ার দিন।…. তারপর? তার পরও আগের ঘটনা আর স্পেনের মুসলমানদের মরণপণ সংগ্রামের রোমাঞ্চকর কাহিনী জানতে পড়ুন অমর কথাশিল্পী নসীম হিজাযীর ইউসুফ বিন তাশফিন।