জীবনানন্দ দাশ, তাঁর কবি পরিচয়ের অন্তরালে কথাসাহিত্যের সুবিশাল ভাণ্ডারের আবিষ্কার বাঙালি পাঠককে জীবনানন্দ দাশকে নতুন মাত্রায় বিচার করতে সচেষ্ট করে। অন্তর্মুখী ও নিভৃতচারী জীবনানন্দ দাশের কথাসাহিত্যের বিষয় ও অন্তকাঠামাে ব্যক্তি সম্পর্কের একরৈখিক দাম্পত্য সম্পর্ক হলেও তাঁর কথাসাহিত্যে এ একটি বিষয়ের বহুরৈখিক মাত্রা ও সুবিস্তৃত পরিসর নির্মিত হয়েছে। বাংলা কথাসাহিত্যের ধারায় জীবনানন্দ দাশের কথাসাহিত্য একটি বিশেষ সংযােজনা, পঙ্কজ কুমার সরকার কথাচিত্রী জীবনানন্দ দাশের কথাসাহিত্যে দাম্পত্য সম্পর্কের সত্যতা ও সীমানার অনুপুঙ্খ বিশ্লেষণ করেছেন, তাঁর গ্রন্থটি সুখপাঠ্য, সহজ বাক্যবিন্যাস, যৌক্তিক তর্কের নানাবিধ সমাধানের আকর গ্রন্থ হিসেবে চিহ্নিত হতে পারে। জীবনানন্দ দাশের কথাসাহিত্য নিয়ে এ গবেষণা গ্রন্থটি পাঠে দীক্ষিত পাঠককে সাদর আমন্ত্রণ।