“ন্যানো গ্রাম বিষ” বইয়ের ফ্ল্যাপের লেখা:
অনুভূতির অনুরণন ঘটলেই তবে কবিতা হয়ে ওঠে। জীবন ও সময়ের সম্মোহিত এক নির্যাস উঠে আসার চেষ্টা যে রুক্ষ মাটিতে দেখা যায় তাতে প্রাণের অন্বেষণ আকাঙ্ক্ষা থাকতেই পারে। শব্দগুলোর সন্নিহিত বিন্যাসের বিপরীতে বোধের আশ্রয়ই হয়তো কবিতার আকর্ষণ। দীপক বর্মনের প্রথম কবিতার বই ‘ন্যানো গ্রাম বিষ’ বিষয় হিসেবে পরাবাস্তববাদী চেতনার সমান্তরালে কেউ কেউ উত্তর আধুনিক দৃষ্টিভঙ্গির একটি ছাপ নিশ্চয় খুঁজে পেলে পেতেও পারেন। তবে জীবনের আলো ও এর অর্থ খুঁজে ফেরা ক্লান্ত দীক্ষিত পাঠক কবিতাগুলোয় প্রাণ ও প্রণয়ের আড়ালে নিজেকেও আবিষ্কার করে নিতে পারেন সহসাই।