সদরঘাট ও সন্ধ্যার লেগুনা অতি পরিচিত দুটি নাম। পুরনো ঢাকার অধিবাসীর সাথে এ দুটি নাম ওতোপ্রোতোভাবে জড়িয়ে আছে। লেখক তাঁর তীক্ষ্ন দৃষ্টি দিয়ে পুরনো ঢাকার জীবনযাপন নজরে রেখেছেন। পাশেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল না থাকায় ছাত্রছাত্রীদের থাকা ও যাতায়াতে যে কষ্ট হয় লেখক তার কলমের মাধ্যমে কবিতায় ফুটিয়ে তুলেছেন। তাদের আশা-আকাক্সক্ষা, স্বপ্ন- হতাশায় দিন যাপনকে কবিতায় রূপ দিয়েছেন। তবে কবি আশাবাদী, হতাশায় নিমজ্জিত হলেও একেবারে ভেঙে পড়েন না। তাইতো কবি ও শোনান তরুণদের আশার বাণী। এই কাব্যে কবি তরুণ মনে যে, কোন অসঙ্গতি মানতে পারে না তারই স্বার্থক চিত্র চিত্রায়িত করেছেন কবিতায়।