“অনুপস্থিত” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
‘অনুপস্থিত’ গল্পের বই।
দুনিয়ার অযুত নিযুত গল্প থেকে কয়েকটিকে এনে মলাটবন্দি করা গেল এখানে। হাতে নিয়ে দাড়িয়েই পড়া যাবে, বসে পড়লে লেখকের দায় নেই তাতে।
বেশিরভাগই মিথ্যে কথা, কিছু দেখে দেখে লেখা। কপটে যে মন মজে, তার হয়তাে আগ্রহ জাগতে পারে।
একার জীবন অনেকরকম হয়, আবার অনেকের জীবন নিরুপায় হয়ে হয়ে একইরকম হয়ে ওঠে। থেকেও যে থাকি না, নিজেরাই, নিজেদের জীবনে, দোষ দেব কাকে।
যে পেন্সিলে জীবন লিখি, সে-ই সাথে নিয়ে ঘােরে ইরেজার। ব্যাকস্পেসও অত কথা মনে রাখতে পারে না। তবুও জীবনের রিসাইকেল বিন কিছু ধরে রাখে। সেখানে যা রাখা থাকে, রাখাই বটে, সেসব নিয়েই এই অনুপস্থিতের হাজির হওয়া।