“হে দিগ্বিদিক , হে অদৃশ্য” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
গল্প লেখাই হয় ভুলিয়ে দেয়ার জন্যে। মনে করিয়ে দেবার নাম করে করে। তা সে জীবনসুধা মনে করিয়ে দেয়া হােক অথবা জীবনের কাঁকড়াদংশন। গল্পের ভেতরেই থেকে যায় সেই অলেখা কুহকবিন্দু।
কী ভুলিয়ে দিতে চায়, মাঝে মাঝে আমাদের মন সেটা মনে করতে বসে। বসে বসে এটা সেটা বানায়। তখন হয়তাে তৈরি হয় আরেকটা গল্প। সেটাও ফের ভুলিয়ে দিতে চায় অন্যকিছু।
একেকটা গল্প ধরে রাখে সেইসব থাকা এবং না-থাকা।
ধরে রেখাে তুমিও, ‘হে দিগ্বিদিক, হে অদৃশ্য। অস্বীকারের নিয়তিবন্দী এই ভুবনের গল্পে স্বাগত জানাই।