“তনিমার সুইসাইড নোট” বইয়ের ফ্ল্যাপের লেখা:
এই শহরে কতকিছুই জমে যায়। রেস্টুরেন্টের আলাে আঁধারিতে ভালােবাসা জমে যায়, সড়কদ্বীপের সবুজ গাছে ধুলাে জমে যায়, বর্ষায় বৃষ্টির জল জমে যায়, বিজয় সরণির সিগন্যালে গাড়ি জমে যায়, ছাদের কার্নিশে অর্কিড জমে যায়। কুড়িল ফ্লাইওভারের রাতবাতিতে সন্ধ্যা জমে যায়। ব্যালকনিতে অন্ধকার জমে যায়। এই শহরেই অন্ধকারে কারাে চোখে অকারণ জল জমে যায়, পূবালী বাতাস। ব্যর্থ হয়ে যায়…’
-মাহতাব হােসেন।