“নগরে সমুদ্র” বইয়ের ফ্ল্যাপের লেখা:
সমুদ্র মিরপুর ১০ নম্বর গােল চত্বর থেকে হেঁটে যাচ্ছে ১৩ নম্বরের দিকে। নতুন একটা টিউশনি পেয়েছে। আইডিয়াল গার্লস স্কুল ছুটি হয়েছে। মেয়েরা হুল্লোড় করে বেরিয়ে পড়ছে। সবার শরীরে ইউনিফর্ম। স্কুল ছুটি মানে বাঁধভাঙা উচ্ছ্বাস। সমুদ্র পেরিয়ে যায় আইডিয়াল গার্লস। এখনাে তার চাকরি হয়নি। সায়েন্সল্যাবের প্রজেক্টটা আটকে আছে। শান্তা যেহেতু বলেছে, প্রজেক্ট চালু হলে নিশ্চই তার চাকরিটা হয়ে যাবে।