হাদিসে কুদসী হল, আল্লাহর বাণী যা তিনি রাসূলুল্লাহ স. এর মাধ্যমে বর্ণনা করেছেন। অর্থাৎ- অর্থ আল্লাহ তায়ালার এবং শব্দ রাসূলুল্লাহ স. এর। এ হাদিসের জন্য জিবরিল আ. মাধ্যম হতেও পারেন, আবার এলহামের মাধ্যমেও হতে পারে। হাদিসগ্রন্থসমূহে সহিহ-যয়ীফ সব মিলিয়ে হাজারের অধিক হাদিস রয়েছে। তন্মধ্য থেকে কেবল যে হাদিসগুলো সহিহ ও হাসান – সেগুলোকে এ গ্রন্থে একত্র করত: সন্নিবেশিত করা হয়েছে। এ গ্রন্থে মোট ১৮২ টি হাদিস রয়েছে। যে সকল হাদিস ব্যাখ্যার দাবি রাখে তা বিষদভাবে ব্যাখ্যা করা হয়েছে। ঈমান-আকিদা স্বচ্ছ রাখা, কুফর থেকে মুক্ত থাকা, পরকালীন জীবন ও ইহজগতে নিজেকে আদর্শবান রাখা ও বিভিন্ন কাজের ফযিলতসহ নানা বিষয়ভিত্তিক হাদিস রয়েছে।