আরবিতে যারা কথোপকথন শিখতে চান বা চেষ্টা করছেন, করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিভিন্ন বিষয়ভিত্তিক কথোপকথন করতে গিয়ে অনেক কিছুর আরবি নামে সমস্যা হচ্ছে, এ বইটি তাদের জন্য বিশেষ উপকারী। এ গ্রন্থে বিভিন্ন বিষয়ভিত্তিক একশ’র অধিক কথোপকথন রয়েছে। তবে এ বই থেকে উপকৃত হওয়ার জন্য আপনাকে কোনো একজনের সাথে কথোপকথন করতে হবে। প্রত্যেকটি বিষয় নিজে দু-একবার পড়ে প্রশ্নে কিছুটা কমবেশি করতে হবে। তাহলে আপনার মাঝে সৃজনশীলতা আসবে। শুধু যেভাবে আছে সেভাবেই কথোপকথন করলে উপকার কম হবে এবং আপনার মাঝে সৃজনশীলতা আসবে না।