যারা আরবি ভাষায় শিক্ষানবিশ অথবা নাহুতে দুর্বল, তাদের জন্য এ বইটি বিশেষ উপকারী। এ বইটিতে নাহুর প্রাথমিক সম্ভাব্য মাসআলা-মাসায়েল লিপিবদ্ধ করা হয়েছে, তা সহজবোধ্য ভাষায় উপস্থাপান করা হয়েছে এবং প্রত্যেকটি অধ্যায়ের শেষে অনুশীলনী সংযুক্ত করা হয়েছে। অনুশীলনী প্রশ্ন আকারে নয়; অনুশীলনী হল নৈর্বক্তিক আকারে। আপনাকে সঠিকটি চয়ন করতে হবে। অথবা বক্সে কিছু শব্দ দেয়া আছে, যেটার সাথে যেটা মিলে সেটা নির্বাচন করতে হবে। ফলে নাহু প্রায়োগিক আকারে শেখা হবে। এ গ্রন্থটিও পাঠদান আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ইন শা- আল্লাহ।