‘প্রাপ্তি মানুষকে উদার করে, বিসর্জন দিতে। শেখায়। আজ আমি বিসর্জন দিতে পারবাে। আমি তােমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করতে পারি। কোনােদিন কোনাে মাদক আমি স্পর্শও করবাে না, আমাকে তুমি বিশ্বাস করাে।’ দু’টি প্রথম শ্রেণীর টিকেট কেটে নিশি ও শােভন। ট্রেনে চড়লাে। কামরার দু’পাশে জানালা ঘেঁষে দু’জন বসেছে। দু’জনের দৃষ্টি বাইরে। কামরায়। আর কোনাে যাত্রী নেই। ট্রেনের গতি এতােক্ষণে অনেক বেড়ে গেছে। এ পড়ন্ত বিকেলে নিশির রবীন্দ্রসঙ্গীতের খুব তেষ্টা পেয়েছে…।