বাবাকে উদ্দেশ করে অন্তু চিঠি লিখলাে
বাবা তুমি এখন দেখতে কেমন হয়েছো। তােমাকে দেখতে খুব ইচ্ছে করে আমাকে দেখতে তােমার ইচ্ছে করে না? তুমি কেন এতটা অভিমান করলে? আমি তাে কোনাে দোষ করিনি বাবা। বাবা তুমি কোথায় আছাে বলাে না। আমি সেখানেই যাবাে। পৃথিবীর যে কোনাে জায়গায় তুমি থাকো- আমি সেখানে যাবাে। একবার তুমি আমাকে ঠিকানা বলো। বাবা আমার একটুও ঘুম আসে না। সারা রাত আমি সজাগ থাকি। মনে হয় গভীর রাতে হয়তাে তুমি দরজায় কড়া নাড়বে। আমি লাফ দিয়ে গিয়ে দরজা খুলবাে।