প্রেম ভালোবাসা যেমন চিরন্তন সত্য, তেমনি বিরহও। একটা ছাড়া অন্যটা কল্পনা করা যায় না। রাত ছাড়া যেমন দিনকে ভাবা যায় না। তেমনি ভালোবাসা ছাড়া বিরহকেও কল্পনা করা যায় না। প্রেমের নীল সমুদ্রে জলকেলিতে ব্যস্ত থাকতে থাকতে কখন বিরহ এসে হানা দেয়। তা কেউই বলতে পারে না, তাই বিরহ আর প্রেম একই সূত্রে গাঁথা। প্রেমের সতর্কতা বিরহে? নাকি মিলনে! এই নিয়ে রচিত কাব্যগ্রন্থ ‘অনুভূতি’।