“আমি তোমাকেই বলে দেবো” বইয়ের ফ্ল্যাপের অংশ থেকে নেয়া:
এই বইয়ের প্রতিটি গল্প নিপাট প্রেমের গল্প। ভালােবাসা এবং কাছে আসার গল্প। জীবনের খুব অল্প কিছু মুহূর্ত মানুষ ভালােবাসার অনুভূতি স্পর্শ করতে পারে, এই গল্পগুলােতে সেইসব মুহূর্ত ধরার চেষ্টা করা হয়েছে।। ভালােবাসার শুচি স্পর্শে প্লাবিত হােক জীবন।