এখনো আলো তেমন ফোটেনি। চারপাশটা অন্ধকার। এই সকালবেলার অন্ধকার জিনিসটা অদ্ভুত। এই অন্ধকারে একটা শীতলতা থাকে, আস্তে আস্তে সূর্য ওঠে, শীতলতা কমতে থাকে। পুকুরঘাটের বাঁশঝাড়ে, গোলাপ জাম গাছটার মাথায় এখনো জমাট বাঁধা অন্ধকার। বাতাসে শুকনো সুপুরির খোলগুলো নড়েচড়ে ওঠে একটা আধিভৌতিক শব্দ তৈরি করে। মেঠোপথের কোল ঘেষে সেই নদী, নদীর বুকে উড়ছে সাদা বক, সদাই নিয়ে চলছে বেনে নাও, বুকের মাঝে গল্প জুড়ে থাক। শানজানা আলম